কুষ্টিয়াঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শফিকুল ইসলাম (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
আহত শফিকুল ইসলাম জয়ন্তীহাজরা ইউনিয়নের তাহেরপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মণ্ডলের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার সকাল নয়টার সময় জয়ন্তীহাজরা ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে গোলমালে শফিকুল ইসলাম নামে একজন গুরুতর আহত হয়।
স্থানীয় এলাকাবাসী আহত শফিকুলকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনেন।
জরুরী বিভাগ বিভাগের কত্যাবরত ডাক্তার আবির হোসেন সোহাগ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রোগী শফিকুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এদিকে উক্ত ঘটনার জয়ন্তীহাজরা ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারে ও আশপাশে এলাকায় চিরুনি অভিযান শুরু হয়। এ সমায় ডিবি পুলিশের সহযোগিতায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায় ভবানীগঞ্জ বাজারের সকল দোকান পাঠ বন্ধ রয়েছে। স্থানীয় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। উক্ত ঘটনার পর সাধারণ মানুষ মুখ খুলছে না।
ঘটনার বিবরণে স্থানীয় তাহেরপুরের বাসিন্দা তহিদুল বললেন, শনিবার বিকালে দোকান ঘরের ভাড়া নেওয়া কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় নয়ন গ্রুপের সাথে। এর ইজ জেড ধরে রবিবার সকালে অতর্কিতভাবে দেশীয় অর্থশাস্ত্র ও রামদা ও বেশ কয়েকটি ককটেল ফুটিয়ে নয়ন গ্রুপের আর দশজন সঙ্ঘবদ্ধ সন্ত্রাসীরা এলোপাথা কোপে শফিকুল ইসলাম কে আহত করে।
স্থানীয় গ্রাম পুলিশ আবুল কাশেম জানান, কি দিয়ে গোলমাল হয়েছে তা বলতে পারবো না তবে শফিকুল নামে একজনকে গুরুতর আহত হয়েছে বলে জেনেছি। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আহত শফিকুলের চাচা বলেন, বেশ কিছুদিন যাবৎ নয়ন গ্রুপের সাথে ইসলাম মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল তারিখ জের ধরে আমার ভাতিজা চায়ের দোকানে চা পান করছিল সকাল ৯ঃ০০ টার সময় এলোপাথাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করেছে।
এ বিষয়ে জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শকীব খান টিপু বলেন, একাধিক মামলা হামলা ও অপকর্মের নায়ক নয়ন গ্রুপের প্রধান নয়নকে প্রশাসন গ্রেপ্তার না করায় একের পর এক এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। অতি দ্রুত সন্ত্রাসী নয়নকে গ্রেফতার করতে না পারলে এলাকায় সাধারণ মানুষ সব বসবাস করতে পারবে না।
অভিযুক্ত নয়নের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করলেও মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, রবিবার সকালে গোলমাল এর ঘটনাকে কেন্দ্র করে ভবানীগঞ্জ বাজার সহ জয়ন্তী হাজরা ও আশপাশের গ্রামে অনাকাঙ্ক্ষিত ঘটনাড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ থানায় পাওয়া যায়নি। অভিযান অব্যাহত রয়েছে এলাকা পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে।
এমআইসি